সব

মুসলিম গণহত্যা: সু চিকে দায়ী করলেন তিন নোবেলজয়ী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 26th February 2018at 7:14 pm
108 Views

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে সংঘটিত রোহিঙ্গা গণহত্যার জন্য অং সান সু চিকে দায়ী করে আন্তর্জাতিক আদালতে এর বিচার দাবি করেছেন শান্তিতে নোবেলজয়ী তিন নারী। এরা হলেন ইরানের শিরিন এবাদি, ইয়েমেনের তাওয়াক্কল কারমান ও যুক্তরাজ্যের মেরেইড ম্যাগুয়ার।

শান্তিতে নোবেলজয়ী তিন নারী রোহিঙ্গা পরিস্থিতি দেখতে রবিবার কক্সবাজার এসে পৌঁছান। সকালে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন তারা। বৈঠকে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আবুল কালাম সাংবাদেকদের জানান, তিন নোবেলজয়ীর কাছে রোহিঙ্গা ক্যাম্পের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়েছে। তারা রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন।

তিন নোবেলজয়ীকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, রাখাইন রাজ্যে পরিকল্পিতভাবে স্মরণকালের ভয়াবহ এ গণহত্যা চালানো হয়েছে বলে তারা মনে করেন। সার্বিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার তাদের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা করেন।

বৈঠক শেষে নোবেলজয়ীরাসহ প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তারা শরণার্থীদের দুঃখ দুর্দশা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে তারা জানান, আন্তর্জাতিক আদালতে এই গণহত্যার বিচার দাবির বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে উত্থাপন করা হবে।


সর্বশেষ খবর