সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 28th February 2018at 7:15 pm
FILED AS: বাংলাদেশ
114 Views
আমারবাংলা ডেস্কঃ সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও-কোথাও হালকা থেকে মাঝারি আর পরবর্তী ৭২ ঘণ্টায় তাপমাত্রা আরও বাড়তে পারে।
এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ ভারতের হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং বৃহস্পতিবার সূর্যোদয় ভোর ৬টা ২১ মিনিটে।