নিদাহাস ট্রফিতে অনিশ্চিত সাকিব
স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মনে করেন, শ্রীলংকার মাটিতে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের খেলাটা কঠিন হয়ে দাঁড়াবে।
বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলংকার মধ্যকার ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল ম্যাচে আঙুলে চোট পান সাকিব।এ কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি সাকিব আল হাসান।
বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাকিবের অভাববোধের কথা জানিয়েছেন।শ্রীলংকায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলেও অধিনায়ক হিসেবে রাখা হয়েছে সাকিব আল হাসানকে।তবে আদৌ তার খেলার সম্ভাবনা কতখানি?
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মতে, ফিজিওফেরাপি যদি ভালোভাবে যায় তবে একটু সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে যে অগ্রগতির ধারা তাতে খেলাটা কঠিন হয়ে দাঁড়াবে।
দেবাশীষ চৌধুরী বলেন, থাইল্যান্ডে যাওয়ার পর সেখানকার চিকিৎসকরা একটা গাইডলাইন দিয়েছে। থাইল্যান্ডের চিকিৎসকরা চাইছেন সেখানেই যাতে ফিজিওথেরাপি করেন। এখন যদি সেটা বাংলাদেশের করা সম্ভব হয় তবে আমরা চাইব, সাকিবকে দেশে ফেরাতে।
সাকিব যদি চোট কাটিয়ে খেলেনও তবে দীর্ঘমেয়াদি ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা? এমন প্রশ্নের জবাবে দেবাশীষ চৌধুরী বলেন, এখানে তিন ধরনের ব্যাপার রয়েছে। একটা হচ্ছে মেডিকেল দৃষ্টি, একটা ব্যক্তিগত উদ্দেশ্য, আরেকটা হচ্ছে দলের চাহিদা।
চৌধুরী মনে করেন, শুধু যে চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা দেখা হবে তা নয়। কারণ দল এখন একটা ক্রান্তিকাল পার করছে। এখানে মেন্টর বা সিনিয়র হিসেবে সাকিবকে প্রয়োজন হতে পারে।
তবে চিকিৎসার দৃষ্টিভঙ্গিতে সাকিবের খেলা কঠিন হবে বলেই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক।