সব

মালিতে বিস্ফোরণে ৪ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 1st March 2018at 3:00 pm
132 Views

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাস্তায় রাখা মাইন বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বুধবার মপতি অঞ্চলে বনি ও দুয়েনৎজা শহরের সংযোগকারী সড়কে এ ঘটনা ঘটে।

নিহত শান্তিরক্ষীরা হলেন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, ল্যান্স কর্পোরেল আকতার, সৈনিক রায়হান ও সৈনিক জামাল। তাঁরা যথাক্রমে পিরোজপুর, ময়মনসিংহ, পাবনা ও চাপাইনবাবগঞ্জের বাসিন্দা।

ঢাকায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক কর্নেল রশিদুল হাসান তাঁদের পরিচয় নিশ্চিত করেছেন।

বিস্ফোরণের ঘটনায় আরো তিন বাংলাদেশিসহ চারজন আহত হয়েছেন। আগের দিন একই সড়কে বিস্ফোরণে মালির ছয় সেনা নিহত হয়।

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মৃত্যুর সংখ‌্যা আরো বাড়তে পারে।

বিবৃতিতে আরো বলা হয়, মালির মধ্যাঞ্চলে ইসলামপন্থী জঙ্গিদের উত্থানের পরিপ্রেক্ষিতে সেখানে শান্তিরক্ষা মিশনের কার্যক্রম বাড়ানো হয়েছে।

মালির শান্তিরক্ষা মিশনের প্রধান মোহাম্মদ সালেহ আনাদিফ বলেন, ‘হামলার ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে জঙ্গিরা ছত্রভঙ্গ হয়ে গেছে এবং কোনোভাবেই মিশনের অঙ্গীকার পূরণে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না


সর্বশেষ খবর