সব

তালেবানকে স্বীকৃতি দেয়ার আহবান আফগান প্রেসিডেন্টের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 1st March 2018at 3:16 pm
136 Views

আন্তর্জাতিক ডেস্কঃ টানা ১৬ বছরের যুদ্ধের অবসান ঘটানোর জন্য শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আমেরিকা-স্বীকৃত জঙ্গি গোষ্ঠি তালেবানকে ‘একটি বৈধ রাজনৈতিক দল’ হিসেবে ঘোষণা দেয়ার আহবান জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

বুধবার এক আন্তর্জাতিক সম্মেলনের শুরুতে তালেবানদের সাথে শান্তি আলোচনার প্লালফর্ম তৈরির উদ্দেশ্যে এই আহবান জানান পশ্চিমা-সমর্থিত আফগান প্রেসিডেন্ট ঘানি।

শান্তি আলোচনায় যুদ্ধ বিরতিসহ আটক তালেবান সদস্যদের মুক্তি এবং আগামী নির্বাচনে তালেবানদের একটি বৈধ রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ নিশ্চিতকরাসহ তাদেরকে নিয়ে সাংবিধানিক পর্যালোচনা করারও আহবান জানান প্রেসিডেন্ট।

আফগানিস্তানে বহুল আলোচিত ‘কাবুল প্রসেস’ নামের এই আন্তর্জাতিক সম্মেলনের শুরুতে আফগান প্রেসিডেন্ট বলেন,’ কোনো শর্ত ছাড়া একটি কার্যকরি শান্তি আলোচনার উদ্দেশ্যে তালেবানকে এই আহবান জানানো হচ্ছে’।

তিনি বলেন, ‘তালেবানকে একটি সংগঠন ও এ্কটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধ অবসানের লক্ষ্যে তাদের প্রতি এই আহবান’।

তালেবানদের প্রতি আফগান প্রেসিডেন্টের এই আহবান আফগানিস্তানের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পাালন করবে বলে ধারণা করা হচ্ছে, কারণ অতীতে এই্ প্রেসিডেন্টই তালেবানকে ‘বিদ্রোহী’ ও ‘জঙ্গি’ গোষ্ঠি বলে স্বীকৃতি দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র কর্তৃক ক্ষমতাচ্যুত হওয়ার পরে পুনরায় ক্ষমতায় যাওয়ার জন্য ২০০১ সাল থেকে যুদ্ধ শুরু করে তালেবানরা। তারা যুদ্ধের শুরুতেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসার আহবান জানায় কিন্তু যুক্তরাষ্ট্র তা প্রত্যাখান করে। তারপর থেকে আন্তর্জাতিকভাবে জঙ্গি হিসেবে স্বীকৃতিসহ নানা ধরনের চাপের মুখে থাকে তারা। যার কারণে তালেবানকে নিয়ে টানা ১৬ বছরের একটি সংকটে থাকে আফগানিস্তান। আফগান প্রেসিডেন্ট শান্তি আলোচনার আহবান জানালেও এটা এখনো পর্যন্ত পরিস্কার করে বলা যাচ্ছে না যে, আন্তর্জাতিক চাপের মুখে থেকে আদৌ কি প্রেসিডেন্টের আহবানে তারা নিজেদের জায়গা পরিবর্তন করতে পারবে?

তবে এই বিষয়ে আফগান বিশ্লেষক হাবিব ওয়াদারক বলেন, সাময়িকভাবে যুদ্ধ বিরতির জন্য তালেবানদের সাথে আলোচনা করা যেতে পারে, কিন্তু বিস্তৃতভাবে এবং বিস্তৃতশর্তে তাদের সাথে আলোচনার এটা যথোপযুক্ত সময় নয় কারণ তালেবানরা এখনো আন্তর্জাতিক তোপের মুখের একটি সন্ত্রাসী গোষ্ঠি।

কাবুলে নিজস্ব রাজনৈতিক কার্যালয়ে অথবা যে কোনো জায়গায় তালেবানদের সাথে আলোচনায় বসতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট। এই বিষয়ে আন্তর্জাতিক সহায়তারও আহবান জানিয়েছেন তিনি।

এদিকে তালেবানরা স্বীকার করেছে যে, পাশ্ববর্তী কিছু দেশ তাদেরকে আলোচনায় বসার জন্য চাপ দিচ্ছে। তারা দাবি করেন, আমরা শান্তি প্রক্রিয়ায় বিশ্বাসী, যার কারণে সম্প্রতি আলোচনার জন্য আমাদের পক্ষ থেকে আবারো যুক্তরাষ্ট্রকে আহবান জানানো হয়েছে।


সর্বশেষ খবর