প্রধানমন্ত্রীকে আয়নায় মুখ দেখতে বললেন ফখরুল
স্টাফ রিপোর্টারঃ বিএনপিকে নিয়ে সংসদে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গতকাল সংসদে বিএনপিকে নিয়ে তিনি কিছু আপত্তিকর কথা বলেছেন। বিএনপি নাকি দুর্নীতি পরায়ন দল। বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক দলকে নিয়ে এমন কথা বলার আগে আয়নায় নিজের মুখ দেখতে হবে। মানুষ কি বলে, কি আলোচনা করে সেটা দেখুন।
জাতীয় প্রেসক্লাবের তিন তলায় এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মুক্তির দাবিতে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক অধিকার মঞ্চ নামের একটি সংগঠন।
বুধবার জাতীয় সংসদে ১৯তম অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিএনপি সাজাপ্রাপ্ত আসামিকে দলের নেতা হিসেবে মেনে নিয়েছে। খালেদা জিয়ার মামলার রায় বের হওয়ার আগেই বিএনপি দলের গঠনতন্ত্র সংশোধন করে দুর্নীতিবাজদের পদে থাকার সুযোগ করে দিয়েছে। এর মানে দুর্নীতিকে নীতি হিসেবে গ্রহণ করে নিয়েছে।
মির্জা ফখরুল বলেন, এখন আর বক্তব্য শুনতে চায় না মানুষ। রাখতেও ইচ্ছে করেন। মানুষ অ্যাকশন দেখতে চায়।
তিনি বলেন, মামলা হামলা দিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার।
বিএনপি এ নেতা বলেন, নিরপেক্ষ সরকাররে অধীনে নির্বাচন হতে হবে এবং দাবি আদায়ে আন্দোলন অব্যাহত থাকবে।
নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ।