রাজধানীতে তরুণীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার ঃ রাজধানীর গুলশানে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গুলশান ১ নম্বরের ১২ নম্বর রোড থেকে শনিবার সকালে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল কালো জিন্স প্যান্ট ও মিষ্টি কালারের শার্ট।
গুলশান থানার এসআই হুমায়ুক করীর জানান, সকাল সাড়ে ৭টার দিকে লাশটি রক্তাক্ত অবস্থায় এ রাস্তায় পড়েছিল। তার পেট ও ডান পাজরে এলোপাতাড়ি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি জানান, প্রায় ২৮ বছর বয়সের এই তরুণীর কোন পরিচয় পাওয়া যায়নি। তবে চেহারা দেখে ধারণা করা হচ্ছে তিনি একজন উপজাতি নারী।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।