আবারও বাড়ছে সোনার দাম
স্টাফ রিপোর্টার ঃ আবারও দেশের বাজারে দাম বাড়ছে সোনার। সব ধরনের সোনার দর ভরিতে বাড়ছে ১ হাজার ২২৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) শনিবার এক বিবৃতিতে সোনার দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে।
এতে বলা হয়েছে, সোনার দাম বাড়ায় ভালো মানের সোনার ভরি দাঁড়াচ্ছে ৪৩,৭৪০ টাকা। সোনার পাশাপাশি রুপার দাম ভরিতে ৫৮ টাকা বাড়িয়েছে সমিতি।
সর্বশেষ গত ১৩ জানুয়ারি সোনা-রুপার দাম বাড়িয়েছিল বাজুস।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৪৩,৭৪০ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৪১,৬৪০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম হবে ৩৪,৯৯২ টাকা ভরি।