শেষ সংবাদের আশুলিয়া বুরো অফিস উদ্বোধন
মোঃ হৃদয় খান ঃ শেষ সংবাদের আঞ্চলিক বুরো অফিস উদ্বোধন করা হয়েছে । শুক্রবার ঢাকার আশুলিয়ায় সাভার শেষ সংবাদ পত্রিকার বুরো অফিসের উদ্বোধন করে ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ আশরাফ হোসেন ঢালী ।
এসময় আমার বাংলা২৪.কম.বিডি সহকারি বার্তা সম্পাদক মোঃ শাহাজ্জালাল জুয়েল সহ সঙ্গীত শিল্পী আকাশ চৌধুরী উপস্তিত ছিলেন ।
উদ্বোধনের পর ব্রুরো চিপ মো: রিপন মিয়াকে আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব অর্পন করেন ভারপ্রাপ্ত সম্পাদক ।
অফিস উদ্ধোবনের সময় আমন্ত্রিত অতিথি দের মধ্যে উপস্তিত ছিলেন সিএনআই নিউজ ২৪.কম প্রধান সম্পাদক তোফা সানি, সাংবাদিক কর্মী সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
অফিস উদ্বোধনকালে ভারপ্রাপ্ত সম্পাদক আশরাফ হোসেন ঢালী এক সংক্ষিপ্ত বক্তব্যে শেষ সংবাদের আঞ্চলিক বুরো অফিসের উত্তোরাত্তর উন্নয়ন, সমৃদ্ধি কামনা এবং বস্তুনিষ্ঠ্য সংবাদ প্রকাশের আশা ব্যক্ত করেন। পরে এক মিল্লাদ মাহফিল আয়োজনের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়।