সব

৫৬ শতাংশ কোটা সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Sunday 4th March 2018at 6:16 pm
126 Views

স্টাফ রিপোর্টারঃ চাকরিতে ৫৬ শতাংশ কোটা সংস্কার’সহ ৫ দফা দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা। সারাদেশে এই কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

আজ (রোববার) বেলা ১১টায় কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি শুরু হয়। এসময় শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে।

সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।

অবস্থান কর্মসূচীতে শিক্ষার্থীরা কোটা সংস্কারের যৌক্তিকতা তুলে ধরে বিভিন্ন ধরনের পোস্টার-ফেস্টুন প্রদর্শন করেন। ঢাবি’র কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পরে মিছিল নিয়ে শাহবাগে যান শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- কোটা ব্যবস্থা সংস্কার করে ৫৬% থেকে কমিয়ে ১০% করা; কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য থাকা পদসমূহে মেধায় নিয়োগ দেয়া; কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা নয়; সরকারি চাকরির ক্ষেত্রে সবার জন্য অভিন্ন বয়সসীমা নির্ধারণ এবং নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার না করা।


সর্বশেষ খবর