নিরাপত্তায় ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না
স্টাফ রিপোর্টারঃ অধ্যাপক ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, নিরাপত্তার ত্রুটি থাকলে হামলাকারী ধরা পড়তো না। হামলাকারী ধরা পড়েছে তার কাছে হামলার বিষয়ে জানতে পারবো।
রোববার রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকায় অবস্থিত নাজনীন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত যা জানা গেছে হামলাকারী বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকতো আর কম্পিউটারের দোকানে কাজ করতো। অসুস্থ থাকার কারণে সে জবানবন্দী দিতে পারেনি। তার চিকিৎসা চলছে। জবানবন্দী দিলে তদন্ত করে পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।