সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন সহস্রাধিক কওমি আলেম
স্টাফ রিপোর্টারঃ কওমি সনদের সরকারি স্বীকৃতির পর সোমবার এক হাজার ১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন। সোমবার সকাল ১০টায় কওমি আলেমদের যোগদান অনুষ্ঠান হবে জানিয়ে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন এ তথ্য জানিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় কওমি নেসাবের শিক্ষক হিসেবে তারা যোগ দেবেন। এরপর তিন দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবেন কওমি আলেমরা।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মিলনায়তনে বেলা আড়াইটায় ওই কর্মশালার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।
ইসলামিক ফাউন্ডেশন বলছে, বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এত কওমি আলেমের সরকারি চাকরিতে যোগদানের ঘটনা এটাই প্রথম।
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর দুই দিন পর কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদকে সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দিয়ে আদেশ জারি করে সরকার।