সব

ঝিনাইদহ থেকে বৃহৎ কাফেলা ফুরফুরা শরীফের পথে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 5th March 2018at 9:34 am
FILED AS: ধর্ম
160 Views

জাহিদুর রহমান তারিকঃ প্রতি বছরের ন্যায় এবারো ভারতের ফুরফুরা শরীফের পীর হযরত দাদা হুজুর পীর কেবলা (রহ:) এঁর প্রবর্তিত ২১,২২ ও ২৩ শে ফাল্পুনের বার্ষিক ইছালে সওয়াবে যোগ দিতে ঝিনাইদহ থেকে একটি বৃহৎ কাফেলা রওনা হয়েছে।

রোববার দুপুরে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া সায়াদাতিয়া খানকাহ শরীফ থেকে এই কাফেলা ফুরফুরা শরীফের পথে যাত্রা শুরু করে।

মওলানা হাসান মাহমুদ যাত্রার প্রাক্কালে বিশেষ মোনাজাত করেন। উল্লেখ্য সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন সময় দাদা হুজুর কেবালার ভক্ত ও মুরীদগন ঝিনাইদহ, যশোর, খুলনা, নাটোর, পাবনা ও ঈশ্বরদী থেকে এই কাফেলায় শরীক হবেন।

আজ সোমবার বাদ মাগরিব খাছ মিলাদ শরীফ ও আম বয়ানের মধ্য দিয়ে ঐতিহাসিক এই বাৎসরিক ইছালে সওয়াব শুরু হবে। আগামী শুক্রবার ভোরে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইছালে সওয়াব শেষ হবে। বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে চল্লিশ লাখের অধিক ভক্ত ও অনুরাগী এই ইছালে সওয়াবে যোগদান করে থাকেন।


সর্বশেষ খবর