ইউরোপে তুষার পাতে ও ভয়াবহ ঠাণ্ডায় মৃত ৬০
আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ ঠান্ডা ও তুষারপাতে কাবু গোটা ইউরোপ। তুষারপাতে এখন পর্যন্ত ৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ শুধুমাত্র পোলান্ডেই মৃত্যু হয়েছে ২৩ জনের৷ বহু জায়গাতেই তাপমাত্রা হিমাঙ্কের অনেকটা নীচে। আয়ার্ল্যান্ডে বেশ কিছুদিন ধরে বিদ্যুৎ নেই ৷ সেখানে যানবাহন এবং বিমান চলাচল বন্ধ রয়েছে৷
আবহাওয়া দফতর জানিয়েছে সাইবেরিয়া থেকে আসা ঠাণ্ডাতেই এই অবস্থা ৷ প্রবল ঠান্ডা ও তুষারপাতকে এই দেশের মানুষ বিভিন্ন নামে ডাকতে শুরু হয়েছে। কেউ অভিহিত করেছেন, ‘দ্য বিস্ট ফ্রম দি ইস্ট’। আবার কেউ বলছেন, ‘সাইবেরিয়ান বিয়ার’। কারও মতে আবার ‘স্নো ক্যানন’। নাম যাই হোক, তার অস্তিত্ব হাড়েহাড়ে টের পাচ্ছেন সাধারণ মানুষ।
ইংল্যান্ড, ওয়েলশ এবং আয়ার্ল্যান্ড পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ব্রিটেনে এবং আয়ার্ল্যান্ডে সেনা নামাতে হয়েছে। জেনিভা শহরের অবস্থা মন্দের ভালো। কয়েকদিন বন্ধ থাকার পরে সেখানে যান চলাচল শুরু হয়েছে। যদিও ইউরোপের বিভিন্ন দেশে বিপর্যস্ত হয়ে পড়েছে বিমান পরিষেবা। সড়ক ও রেল পরিষেবাও বিঘ্নিত হচ্ছে। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানতে আবহাওয়া দপ্তরের দিকে তাকিয়ে মানুষ।