সব

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 6th March 2018at 12:08 am
163 Views

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ী বিসিক শিল্প নগরীতে ৪ মার্চ রবিবার রাতে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ৫ মার্চ সোমবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রবিবার দিবাগত রাত ২টার দিকে কাদের কম্পোজিট কারখানার স্টিল স্ট্রাকচারের দোতলা ভবনের সুতা ও তুলা ইউনিটে আগুনের সূত্রপাত হয়। ভেতরে সিনথেটিক সুতা থাকায় মুহুর্তে আগুন পুরো স্পিনিং সেডে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর, ডিবিএল, কালিয়াকৈর, ইপিজেডসহ ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে এক পর্যায়ে স্টিল স্ট্রাকচারের দোতলা ভবনের পশ্চিম অংশ ধ্বসে পড়ে। আগুনে কারখানার সিনথেটিক সুতা, তুলা এবং মেশিনপত্র পুড়ে গেছে। আগুনে ওই কারখানর টিনশেড ভবনটি ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর