রাজধানীতে ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
স্টাফ রিপোর্টারঃ রাজধানীর গাবতলীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। আজ (মঙ্গলবার) সকাল ৭টার দিকে গাবতলীর টেকনিক্যাল মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম মো. আবদুল মজিদ (৩৫)। তাঁর বাড়ি নওগাঁয়। দুর্ঘটনার সময় তিনি দায়িত্বরত ছিলেন।
গুরুতর আহত অবস্থায় আবদুল মজিদকে সকাল পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরির বিভাগে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।
ট্রাফিক পুলিশের মিরপুর জোনের সার্জেন্ট মনির হোসেন জানান, একটি ট্রাকের চাপায় গুরুতর আহত হন আবদুল মজিদ। এ সময় দায়িত্ব পালন করছিলেন তিনি। আবদুল মজিদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরির বিভাগের মর্গে রাখা হয়েছে।