সব

শ্রীলঙ্কায় মুসলিম গোষ্ঠী উপর হামলা মসজিদে অগ্নিসংযোগ, সহিংসতা ঠেকাতে কারফিউ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 6th March 2018at 4:26 pm
191 Views

আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কায় মুসলমানদের দোকানপাট ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় এক বৌদ্ধ নিহত হওয়ার জেরে ছড়িয়ে পড়া সহিংসতা ঠেকাতে দেশটির বিখ্যাত পর্যটন নগরী কান্ডিতে কারফিউ জারি করা হয়েছে।

আজ (মঙ্গলবার) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় এ খবর প্রকাশ করা হয়েছে।

পুলিশ বলছে, কান্ডি শহরে গত রোববার থেকে দাঙ্গা ছড়িয়ে পড়েছে। সেখানে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকেরা বলেন, এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করা হয়েছে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, পরিস্থিতি আরও খারাপের হাত থেকে বাঁচাতে কান্ডি শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে মুসলিম মালিকানাধীন বিভিন্ন দোকানে অগ্নি সংযোগের পাশাপাশি দেশটির পূর্বাঞ্চলে মসজিদেও হামলার ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় পুলিশ দুই ডজন সন্দেহভাজনকে আটক করেছে। পুলিশের আচরণ নিয়ে সেখানে তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে।

মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস শ্রীলঙ্কার নির্বাহী পরিচালক রজিত কার্থি টেন্নাকুন বলেন, সহিংসতা নিয়ন্ত্রণে পুলিশ চরম অদক্ষতার পরিচয় দিয়েছে। যে কারণে দাঙ্গা ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পেরেছে।


সর্বশেষ খবর