কোটালীপাড়ায় টি টি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত
নাইমুল ইসলামঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি (টি টি) উচ্চ বিদ্যালয়ে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মার্চ সকালে শুরু হয়ে অনুষ্ঠান ৬মার্চ বিকাল পর্যন্ত চলে। বিদ্যালয় মাঠ চত্তরে আয়োজিত, প্রধান শিক্ষক বাবুল চন্দ্র গাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হর গোবিন্দ বিশ্বাস, ভাঙ্গারহাট নৌ-তদন্ত ফাড়ীর ইন্সপেক্টর লুৎফর রহমান, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সধারণ সম্পাদক দিলিপ কুমার বাড়ৈ।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- তুষ্ট ঢালী, পলাশ বিশ্বাস, সঞ্জয় মধু, তাপস বাড়ৈ, টুকলাল বৈরাগী, ইতি রানী বিশ্বাস, গীতা রানী বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক রঞ্জিত কুমার বসু, সহযোগী হিসাবে ছিলেন অনুপ পান্ডে। সবশেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন আগত অতিথি বৃন্দ।