জাতিয় পাট দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা
জাহিদুর রহমান তারিকঃ “সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় পাট দিবস উপলক্ষে ঝিনাইদহে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের
সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, জেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জিএম আব্দুর রউফ প্রমুখ বক্তব্য রাখেন।