বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
স্টাফ রিপোর্টারঃ ৭ই মার্চের এই বিশেষ দিনটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
এরপর দলের সিনিয়র নেতাদের নিয়ে আওয়মী লীগের পক্ষ থেকেও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমুসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দেন জাতির জনকের প্রতিকৃতিতে। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চ ও স্বাধীনতা একই সূত্রে গাঁথা।
৭ মার্চের ভাষণ এখন বিশ্বের সম্পদ, এটিকে তৃণমূলে তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে।
এসময় ওবায়দুল কাদের বলেন, ৭ই মার্চের ভাষণই হাজার বছরের একটা পরাধীন জাতিকে মুক্তি সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা যুগিয়েছে।