সব

চার দিনের সফরে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 8th March 2018at 3:35 pm
120 Views

স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক সৌর জোটের (আইএসএ) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে চারদিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর একটার দিকে বিমান বাংলাদেশ-এর একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আসামের গৌহাটির উদ্দেশে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

আসামের গভর্নর জগদীশ মুখি গৌহাটি আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবেন।
রাষ্ট্রপতি আসামের ভায়াভন্তের তাজ-এ অবস্থান করবেন। আসামের গভর্নর এবং আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।


সর্বশেষ খবর