সব

আইইউবিএটি বিশ্ব নারী দিবস ২০১৮ পালন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Saturday 10th March 2018at 8:18 pm
708 Views

নিজস্ব প্রতিবেসদকঃ আন্তর্জাতিক নারী দিবস ২০১৮ পালন করল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি), এবারের প্রতিপাদ্য হলো-“সময় এখন নারীর: উন্নয়নে তাঁরা বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা”।এ উপলক্ষে আই ইউ বি এ টি ইউনিভার্সিটিতে একটি সেমিনার ও আলোচনা সভার আয়োজন করেছে।

প্রফেসর ড. আব্দুর রব, উপাচার্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কানাডার সায়মন ফ্রেজার ইউনিভার্সিটি’র পাবলিক পলিসি প্রোগ্রামের অধ্যাপক ড. জন রিচার্ড। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশ খাতুন, ইউনিসেফের প্রাক্তন চীফ অব ফিল্ড অপারেশনস এবং ইমারজেন্সি প্রোগ্রাম সমন্বয়কারী (খার্তুম সুদান) জনাব মেহেরা খাতুন।

সভাপতির ভাষণে অধ্যাপক রব স্বাধীনতা অর্জনে বাংলাদেশী নারীর ঐতিহাসিক ভূমিকার ও বর্তমানে বাংলাদেশ নারী ক্ষমতায়নের যে অগ্রগতি এবং জাতির ভবিষ্যৎ রুপায়ণ নারীর ভূমিকা তুলে ধরেন।

নারী দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্বনারী দিবস ২০১৮ এর আহবায়ক ও ডিপার্টমেন্ট অব ইকোনোমিক্স এর সহকারী অধ্যাপিকা মিস সায়েদা অজান্তা ইসরাত আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য, ব্রিগেডিয়ার জেনারে্ল ড. মোঃ জাহিদ হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ জব্বার, অধ্যাপক ফেরদৌসি বেগম। এ উপলক্ষে শিক্ষক ও ছাত্রছাত্রীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সকলেই বিশেষ করে নারীরা বেগুনী রঙের পোশাক পরে উপস্থিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর