নড়াইলে চরমপন্থী পরিচয়ে ব্যবসায়ীর কাছে-৫লাখ টাকা চাঁদা দাবি, হত্যার হুমকি
নড়াইল জেলা প্রতিনিধিঃ নিষিদ্ধঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) পরিচয় দিয়ে নড়াইলের কোটাকোল গ্রামের এক প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। শুক্রবার বিকাল ৩.১৯ টার দিকে ওই সংগঠনের পরিচয়ে মুঠোফোনে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
দাবিকৃত চাঁদা দিতে ব্যর্থ হলে সদ্য নিহত দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশের মতো তাঁকেও হত্যার হুমকি দেয়। ফলে ব্যবসায়ী সেলিমুজ্জামান মোল্যা এ ঘটনায় রাত ৯টায় থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩৪৪ তাং ৯ মার্চ) করেছেন। হুমকি পাওয়া ব্যবসায়ী সেলিমুজ্জামান মোল্যা ও তাঁর পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
ভূক্তভোগী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কোটাকোল ইউনিয়ন ও গ্রামের মৃত. আঃ শুকুর মোল্যার ছেলে সেলিমুজ্জামান মোল্যা ঢাকায় একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ী। শুক্রবার বিকাল ৩.০৫ টার সময় গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। এর ঠিক পনের মিনিট পর বিকাল ৩.১৯ টার দিকে ০১৯৪২-০৮১৭৪৯ নং মুঠোফোন থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের কর্মী পরিচয়ে তার ব্যবহৃত মুঠোফোন ০১৭১৩-২১১২৪০ নম্বরে ফোন করে চরমপন্থীর বসের নাম করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত ওই চাঁদার টাকা না দিলে তাঁকে উপজেলার দিঘলিয়া ইউপি চেয়ারম্যান শেখ লতিফুর রহমান পলাশের মতো প্রাণনাশের হুমকি দেয়া হয় বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে কোটাকোল ইউপি চেয়ারম্যান মারিয়া হোসেনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গকে অবহিত করেছেন ভূক্তভোগী ব্যবসায়ী।
এছাড়া হুমকিদাতার ফোনালাপের কথোপকথন ওই ব্যবসায়ীর মুফোফোনের রেকর্ড সংরক্ষণ করা আছে বলে জানা যায়। এ প্রসঙ্গে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাফিকুল ইসলাম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ‘ চাঁদা দাবির ঘটনায় একটি জিডি হয়েছে। এছাড়া ইতিমধ্যে ঘটনার বিষয়টি আদালতকে অবহিত করা হয়েছে। এস আই রানা প্রতাপ এ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।’