গাজীপুরে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রীর মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ফারিয়া তাসনিম (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। ১০ মার্চ শনিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের বিলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারিয়া গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এবং গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোফাচ্ছল হকের মেয়ে।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক এসএম রকিবুল হক ও স্থানীয়রা জানান, ফারিয়া পরিবারের সঙ্গে কৃষি গবেষণার কোয়াটারে থেকে গাজীপুর ক্যান্টবোর্ড কলেজের দ্বিতীয় বর্ষে পড়াশুনো করতেন। দুপুর ১টার দিকে ফারিয়া বিলাশপুর এলাকায় ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে ঢাকাগামী সিল্কসিটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। পুলিশ ধারণা, ফারিয়া কোনো কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে জানান তিনি।