সব

খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত ১

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 8th March 2016at 1:29 pm
38 Views

11স্টাফ রিপোর্টারেঃ রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।

সোমবার ভোরে খিলগাঁও খিদমাহ হাসপাতাল সংলগ্ন রেললাইন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ডিবি পুলিশের (দক্ষিণ) কোতয়ালী জোন্যাল দলের ইন্সপেক্টর আলমগীর হোসেন জানান, রাত ৩টার দিকে ওই এলাকায় জঙ্গিরা বৈঠক করেছে এমন সংবাদের ভিতিতে তারা সেখানে উপস্থিত হন।

এসময় জঙ্গিরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলিবর্ষণ করলে ওই যুবক গুলিবিদ্ধ হয়।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সৈকত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সর্বশেষ খবর