গাজীপুর জেলা তথ্য অফিসের প্রেসব্রিফিং
টঙ্গী প্রতিনিধি ঃ সরকারের ধারাবাহিক সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে, মঙ্গলবার সকাল ১১টায় টঙ্গী প্রেসক্লাব মিলনায়তনে প্রেস ব্রিফিং করে গাজীপুর জেলা তথ্য অফিস।
টঙ্গী প্রেসক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও অগ্রযাত্রার ফিরিস্তিি সাংবাদিকদের সামনে তুলে ধরেন গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা মো. নুরুল হক।
এসময় টঙ্গীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে বুধবার গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় মিলনায়তনে এক আলোচনা সভারও আয়োজন করেছে জেলা তথ্য অফিস। সভায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম ও গাজীপুর সিটি কর্পোরেশন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে গাজীপুর জেলা তথ্য কর্মকর্তা জানান।