ইসির নির্দেশনায় নির্বাচনে নিরাপত্তা দিবে পুলিশ:
স্টাফ রিপোর্টারঃ নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে রাজারবাগ পুলিশ লাইন মাঠে খুলনা রেঞ্জ ও ডিএমপির মধ্যে অনুষ্ঠিত ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
আইজিপি বলেন, দেশের কিছু জায়গায় বিশৃঙ্খলা হতে পারে। এমন ভাবনা থেকে নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ পরিকল্পনাও রয়েছে।
রাজারবাগ পুলিশ লাইন মাঠে বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৫’র চূড়ান্ত প্রতিযোগিতায় খুলনা রেঞ্জ ও ডিএমপির মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) খুলনা রেঞ্জকে ৬-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের সভাপতি এ কে এম শহীদুল হক। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান, শেখ হিমায়েত উদ্দিন (সিআইডি), সিদ্দীকুর রহমান (এপিবিএন), ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান।