সব

মিরপুরের অগ্নিদগ্ধ গৃহবধূর ঢামেকে মৃত্যু

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 9th March 2016at 8:03 pm
44 Views

20স্টাফ রিপোর্টারঃ  ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় ২৭ দিন কাতরানোর পরে মারা গেছেন রাজধানীর মিরপুর এলাকায় দগ্ধ গৃহবধূ শম্পা ওরফে স্বপ্না।

আজ বুধবার দুপুর ১২টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ১২ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে মিরপুর ১২ নম্বরের পল্লবীর ই-ব্লকের ২০ নম্বর বাড়ির নিচতলায় আগুন লেগে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন।

দগ্ধরা হলেন আমেনা (৪৭), তার মেয়ে হৃদিতা (১৬), ছেলের বউ শম্পা ওরফে স্বপ্না (২০), আমেনার ভাগ্নি রায়না (২০) ও ভাইয়ের বউ শামীমা (৩০)। অগ্নিকাণ্ডে শম্পার শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়। মেডিকেল ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, দগ্ধদের মধ্যে হৃদিতা এবং রায়না এখনও চিকিৎসাধীন রয়েছে।


সর্বশেষ খবর