হিন্দু বিরোধী উগ্রপন্থায় সম্ভবত শেখ হাসিনা সরকার জড়িত – সুব্রমনিয়ম স্বামী
প্রবাস ডেস্কঃ বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর চলমান ঘটনা নিয়ে এবার মুখ খুললেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র শীর্ষ নেতা সুব্রমনিয়ম স্বামী। তিনি বলেন হিন্দু বিরোধী উগ্রপন্থায় সম্ভবত শেখ হাসিনা সরকার জড়িত।
বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার (পিটিআই) বরাত দিয়ে ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মন্দিরে এবং হিন্দুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিজেপির এ নেতা বলেন, এবার হয়তো ভারত বাংলাদেশ নীতিতে পরিবর্তন আনতে পারে। সরকারকে অনুরোধ করব শেখ হাসিনার প্রতি বেশী ঝুকে থাকা ঠিক হবে না। বিকল্প চিন্তা করতে হবে।
এমনকি তিনি অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও। অভিযোগ করেন, এটা মোটামুটি স্পষ্ট যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে হিন্দু-বিরোধী ফোবিয়াতে হয় অসহায় অথবা সম্পৃক্ত। এসময় তিনি সরকারেরও সম্পৃক্ত থাকার আশংকা ব্যক্ত করেন।
বিজেপি’র শীর্ষ নেতা সুব্রমনিয়ম স্বামী বলেছেন, সম্প্রতি বাংলাদেশে হিন্দু পুরোহিতের শিরশ্ছেদের ঘটনা ছিল অত্যন্ত মর্মান্তিক। তিনি বলেন, গত কয়েক বছরে উগ্রপন্থা বেড়েছে বাংলাদেশে। এর জের ধরে হত্যার শিকার হয়েছে হিন্দুরা। হিন্দু নারীদের অসম্মান করা হয়েছে আর ধ্বংস করা হয়েছে হিন্দু মন্দির।
উল্লেখ্য সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা ও প্রধান বিচারপতি এসকে সিনহাকে নিয়ে সরকারের দুই মন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার গত ৮ মার্চ ‘বড় রায়ের আগে মন্ত্রীদের দাবড়ানি হাসিনার’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়,বিচার বিভাগের প্রধান ব্যক্তির বিরুদ্ধে মন্ত্রীদের এই আক্রমণ ও তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলাটা এক দিকে যেমন অসহিষ্ণুতার চূড়ান্ত নিদর্শন, তেমন গণতন্ত্র ও সাংবিধানিক রীতিনীতিরও পরিপন্থী।