ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ১১২কেজি গাজাসহ আটক ২ গাড়ি জব্দ
মোঃ সাইফুল ইসলাম পাবেলঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ উওরের বিশেষ অভিযানে গাড়ি ভর্তি ১১২কেজি গাজা নগত দশ হাজার পাঁচশত টাকাসহ দুইজনকে আটক করে উওরা ট্রাফিক জোনের (এসআই) সাব-ইন্সেপেক্টর মোঃ সাদ্দাম হোসেন ও মোঃ নাসিম । রবিবার বেলা ১১টায় উওরায় আব্দুলাপুর উওরা ফিলিং ইষ্টেসন এর সামনে থেকে গাড়ি ঢাকা মেট্রো ক ১১-০২-০২সহ নয়ন চন্দ্র শীল (৩০) মোঃ রাসেল (২৮) কে আটক করে ট্রাফিক পুলিশ।
মোঃ সাদ্দাম হোসেন বলেন, এসি ট্রাফিক উওরা জোন মোঃ জিন্নাত আলী মোল্লা নির্দেশে, আমরা নিয়মিত মামলা পরিচালনা করার জন্য আব্দুলাপুর দারাই। এসময় ঢাকা মেট্রো ক ১১-০২-০২ গাড়িটিকে থামার জন্য অনুরোধ করলে, সে বামে কাটিয়ে সুইজ গেঁটের দিকে যাতে চায়। তাঁর এই আচরণ দেখে সন্দেহ হলে, আমি ও নাসিম গাড়ির সামনে গিয়ে বেরিকেট দিয়ে তাকে আটকাই। এসময় তাকে গাড়ি থেকে বের হতে বললে সে নামতে চায় না। তাকে একপর্যায় গাড়ি থেকে নামতে বাধ্য করলে সে নেমে আসে। তাঁর গাড়ির ভেতর ১০টি টুরিস্ট বেগ দেখে সন্দেহ আরো পক্ষর হয়। তাঁর ওই বেগ চেক করলে সবগুল বেগে গাজা পাওয়া যায় ।
এবিষয় কথা বলেন, সহকারী কমিশনার ট্রাফিক উওরা জোন (সদ্ধ) অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ জিন্নাত আলী মোল্লা । তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ উওরের বিশেষ অভিযান গুলো কমিশনার স্যারদের নির্দেশনায় আমরা চালিয়ে থাকি।
তিনি আরও বলেন, নয়ন, রাসেল কুমিল্লা থেকে ঢাকা হয়ে আশুলিয়া যাচ্ছিল। নয়ন হচ্ছে ডাইবার ও রাসেল একই তাঁর সাথে কাজ করে। তাদের জিজ্ঞাসা বাদ করলে তাদের ঠিকানা কুমিল্লা বলে। এবিষয়ে উওরা পশ্চিম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানান।
তিনি বলেন, শুধু গাড়ি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা ট্রাফিক পুলিশ কাজ করিনা, মাদক থেকে শুরুকরে সব দিগেই খেয়াল রাখতে হয়। আমরা ট্রাফিক পুলিশ গাড়ি সংক্রান্ত বিষয়ে যে ভাবে সচেতন থাকতে হয়। ঠিক একই ভাবে মাদক চোরাচালান সংক্রান্ত অনেক আসামী আটকের বিরল ভূমিকা রাখছে বলে জানান এই কর্মকর্তা।