সব

এবছর জিডিপি’র প্রবৃদ্ধি হবে ৭.৬৫ শতাংশ

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 3rd April 2018at 4:53 pm
133 Views

স্টাফ রিপোর্টারঃ পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, চলতি অর্থবছরে (২০১৭-১৮) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ হবে।

আজ (মঙ্গলবার) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে এই কথা জানা গেছে। গত অর্থবছর (২০১৬-১৭) জিডিপি প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ২৮ শতাংশ। চলতি অর্থবছরের জন্য যে হিসাব দেওয়া হয়েছে, তা মূলত সাময়িক হিসাব।

২০১৭-১৮ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ৪ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্য ঠিক করেছিল সরকার। তবে ৯ মাসের প্রাক্কলন সেই প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে।

একনেককে পরিকল্পনামন্ত্রী আরও জানান, চলতি অর্থবছর শেষে মাথাপিছু আয় দাঁড়াবে ১ হাজার ৭৫২ মার্কিন ডলার। গত অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ছিল ১ হাজার ৬১০ ডলার।


সর্বশেষ খবর