কোথায় জাতিসংঘ, কাশ্মীরে রক্তপাত কেন: শহিদ আফ্রিদি
আমারবাংলা ডেস্কঃ ভারত-অধ্যুষিত কাশ্মীরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ক্রিকেটার শহিদ আফ্রিদি।
নিজের টুইটার অ্যাকাউন্টে আফ্রিদি জাতিসংঘের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নিরপরাধ কাশ্মীরিদের বন্দুকের সামনে দাঁড়াতে হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
টুইটবার্তায় আফ্রিদি লিখেছেন, “ভারত অধিকৃত কাশ্মীরে একটানা উদ্বেগজনক পরিস্থিতি চলছে। দৃঢ়তার সঙ্গে স্বাধীনতা চেয়ে বারবার বন্দুকের নলের সামনে দাঁড়াতে হচ্ছে নির্দোষদের। এই সময় জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংগঠনগুলো কোথায়, তা ভেবে অবাক হচ্ছি। উপত্যকার এমন রক্তাক্ত অবস্থা দূর করতে কেন সচেষ্ট নয় এই সংগঠনগুলো?”
তবে শুধু এবারই নয়, শহিদ আফ্রিদি এর আগেও কাশ্মীর নিয়ে মুখ খুলেছেন। ২০১৬ সালে ভারতে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে এসে কাশ্মীর প্রসঙ্গ টেনে মন্তব্য করেছিলেন আফ্রিদি।
২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আফ্রিদি। তিনি পাকিস্তানের হয়ে ২৭টি টেস্ট সিরিজ, ৩৯৮টি একদিনের সিরিজ ও ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০১১ সালে দেশের হয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের নেতৃত্বও দেন শহিদ আফ্রিদি।