ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে ফেরত শিশুসহ ১৭ নারী
ভারতে পাচার হওয়ার পর সে দেশে ২ বছর কারাভোগ শেষে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরল ২ শিশুসহ ১৭ বাংলাদেশী নারী।শুক্রবার বিকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে এদের হস্তান্তর করেন।
এরা হলো অনিমা দাস (১৮), ময়ূরী(১৭), সোনিয়া (২৩), পাপিয়া(২২), মুক্তা, খাতুন(১৯), লিজা(১৮), সুর্বনা(২৪), সালমা(১৯), রুনা(২৩), রিমা(২৪), মারূফা, সাকিলা(২২), জৌসনা(২১), রাবেয়া(২৫), পাপিয়া(২৪) ও শাহিদা(২৩)।
বেনাপোল ইমিগ্রেশন ওসি তরিকুল ইসলাম বলেন,ভালো কাজের আসায় অবৈধপথে ভারত যেয়ে সে দেশের বিভিন্ন বাসবাড়ি কাজ করার সময় পুলিশের কাছেআটক হয় পুলিশ তাদেরকে জেলহাজতে পাঠান।পরে আদালতের মাধ্যমে মুম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি শেল্টার হোম তাদের হেফাজতে নেয়।পরে ২ বছর হোমে থেকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত আসে।ফেরত আসা নারীদের জাষ্টিস নামে একটি এনজিও এবং রাইটস যশোর নামে একটি এনজিও সমিতি গ্রহন করেছেন।তারা বলেন বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে তাদের যশোর নেওয়া হবে। এরপর তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়া হবে।বেনাপোল পোর্ট থানার এসআই সুজিত ঘটনার সত্যতা শিকার করেছেন।