মন্তব্য প্রত্যাহার করেছেন শাজাহান খান
স্টাফ রিপোর্টারঃ বর্ষবরণের দিন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনাকে ‘তেমন কোনো বিষয় না’ বলে দেওয়া মন্তব্য প্রত্যাহার করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান
তিনি বলেছেন, তাঁর বক্তব্যে তিনি যা বোঝাতে চেয়েছেন তা সঠিকভাবে উপস্থাপিত হয়নি।
আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয়। সেখানে আরও বলা হয়, এ বিষয়ে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।
আজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমনটাই দাবি করা হয়। সেখানে আরও বলা হয়, এ বিষয়ে কেউ মনে কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত।