সব

মুনাফালোভীর স্বার্থে সুন্দরবনকে ধ্বংস করছে সরকার

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 10th March 2016at 7:23 pm
48 Views

1

স্টাফ রিপোর্টার: সরকার কিছু মুনাফালোভীর স্বার্থ রক্ষার জন্য পরিকল্পিতভাবে সুন্দরবনকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি বলেন, ‘বিশেজ্ঞদের মতামত ও ব্যাপক জনগোষ্ঠীর রায় উপেক্ষা করে, সরকার কিছু মুনাফালোভীর স্বার্থ রক্ষার জন্য পরিকল্পিতভাবে সুন্দরবনকে ধ্বংস করছে।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সুন্দরবন অভিমুখে জনযাত্রার উদ্বোধনী সমাবেশে তিনি এ অভিযোগ করেন। রামপাল ওরিয়ন বিদ্যুৎ প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সকল অপতৎপরতা বন্ধ ও জাতীয় কমিটির ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য এ জনযাত্রার আয়োজন করা হয়েছে।

আনু মুহাম্মদ বলেন, ‘উন্নয়নের মিথ্যা প্রতিশ্রুতি ও গণমাধ্যম নিয়ন্ত্রণের সরকার পরিকল্পিতভাবে সুন্দরবনকে হত্যা করছে। তবে সুন্দরবন রক্ষা না হলে এ দেশও রক্ষা পাবে না।’

জনযাত্রা প্রসঙ্গে আনু মুহাম্মদ বলেন, ‘জনযাত্রার প্রথম দিন ১০ মার্চ ঢাকা-সাভার-মানিকগঞ্জ হয়ে ফরিদপুর, ১১ মার্চ ফরিদপুর-মাগুরা-ঝিনাইদহ হয়ে যশোর, ১২ মার্চ যশোর-নোয়াপাড়া হয়ে খুলনা এবং ১৩ মার্চ খুলনা-বাগেরহাট-কাটাখালীতে গিয়ে সমাপনী সমাবেশে মিলিত হবে।’

এ সময় তিনি রামপাল বিদ্যুৎ প্রকল্পকে বিশ্বাসঘাতক প্রকল্প বলেও আখ্যা দেন।

 


সর্বশেষ খবর