সব

গুলশান প্লাজার আগুন নিয়ন্ত্রণে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 9th April 2018at 9:34 am
142 Views

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর গুলশান-১ এরগুলশান প্লাজার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ (রোববার) রাত ৭টা ২৫ মিনিটে ডিসিসি মার্কেটের দক্ষিণপাশে গুলশান প্লাজা নামে ৬ তলা ভবনটির দ্বিতীয় তলায় এ আগুনের সুত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, খবর পেয়ে ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘন্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে রাত ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

গুলশান থানার পরিদর্শক অপারেশন আমিনুল ইসলাম জানান, ডিএনসিসি মার্কেটের দক্ষিণপাশের শপিং সেন্টার গুলশান প্লাজার দ্বিতীয় তলায় আগুন লাগে। ভেতর থেকে শুধু ধোয়া বের হতে দেখা গেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ওই ভবনের পাশের ডিএনসিসি মার্কেটে এক বছর আগে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল।


সর্বশেষ খবর