সব

ছাত্রলীগের গুলির অভিযোগ, আজ আন্দোলনকারীদের সাথে বৈঠক

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 9th April 2018at 9:37 am
184 Views

স্টাফ রিপোর্টারঃ কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের হঠাতে পুলিশের পাশাপাশি গুলি ছোড়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

আন্দোলনকারীদের অভিযোগ, গতকাল রোববার দিবাগত রাত ও আজ সোমবার ভোরে এই গুলি ছোড়া হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারী ধাওয়া দেয় পুলিশ ও ছাত্রলীগ। এ সময় প্রথম দফায় আন্দোলনকারীদের লক্ষ্য করে ছাত্রলীগ গুলি ছোড়ে।

এদিকে কোটা সংস্কারের দাবিতে শাহবাগে আন্দোলনরতদের সোমবার আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

রোববার রাতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

জাহাঙ্গীর কবির নানক কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কোটা পদ্ধতি দীর্ঘদিন ধরে চলে আসছে। যেহেতু কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাই সরকার তাদের দাবির ব্যাপারে আলোচনায় বসতে চায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে অবহিত হয়েছেন। তিনি বিষয়টি সুরাহার ব্যাপারে আলোচনার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দায়িত্ব দিয়েছেন। তিনি দলীয় সাধারণ সম্পাদক শিক্ষার্থীদের সঙ্গে সোমবার বেলা ১১টায় আলোচনায় বসবেন।

তিনি আরও বলেন, কখন-কিভাবে, কতজন আলোচনায় বসবে সেটা তাদের সঙ্গে আলাপ করে নির্ধারণ করা হবে।

কোটা সংস্কারের দাবিতে রোববার দুপুর থেকে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। মধ্যরাত পর্যন্ত থেমে থেমে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে।


সর্বশেষ খবর