সব

বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Monday 9th April 2018at 3:20 pm
128 Views

 

স্টাফ রিপোর্টারঃ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া’সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল (০৮ এপ্রিল) কক্সবাজারে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস এবং আজ (০৯ এপ্রিল) সর্বোনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায় ১৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস। আজ সকাল ৬টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটি সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূবার্ভাসে জানানো হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।


সর্বশেষ খবর