সব

সরকারি চাকরিতে নিয়োগ হওয়া উচিত মেধার ভিত্তিতে: ফারুকী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Tuesday 10th April 2018at 10:32 am
126 Views

বিনোদন ডেস্কঃচাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ করছে গত রোববার থেকে। দ্বিতীয় দিনের মতো আজ সোমবার সকাল থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা।

আন্দোলনে যোগ দিয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগানে মুখর গোটা বিশ্ববিদ্যালয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও কোটা সংস্কার নিয়ে অনেকে স্ট্যাটাস দিচ্ছে। চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও কোটা সংস্কার নিয়ে ফেসবুকে লিখেছেন। তিনি বলেন, ‘অনেকগুলা চিঠি আসছে। কোটাসংস্কার আন্দোলন বিষয়ে।

আমি জানি কখনো কখনো নীরবতা অপরাধের সামিল। বেশ কয় বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে কথা বলতে হয়েছিল। আরেফিন স্যারও ওই অনুষ্ঠানে ছিলেন। সেখানে কথা প্রসঙ্গে মেধাবী ছাত্রদের সরকারি চাকরিতে আকৃষ্ট করার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছি।

কারণ সরকারি চাকরিতে যদি মেধাশূন্যতা তৈরি হয় তাহলে ভবিষ্যতে পলিসি নিয়ে আলোচনা এবং সময়োপযোগী পলিসি নির্ধারণে আমরা নিদারুণ ব্যর্থ হবো। সাম্প্রতিক সময়ের কোটা বিষয়ক আলোচনা দেখে সেই কথাটা আবার মনে পড়ল।’

ফারুকী আরো বলেন, “মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান। তাঁদের নানান সুযোগ সুবিধা দেওয়ার পক্ষে আমি। বাড়ি দেন, চিকিৎসাসেবা দেন, ভালো ভাতা দেন।

কিন্তু সরকারি চাকরিতে নিয়োগ হওয়া উচিত মেধার ভিত্তিতে। এই বক্তব্যের সাথে আমি একমত। তবে অতি উৎসাহীদের কাছ থেকে সাবধান থাকা উচিত এই আন্দোলনে সামিল ভাই-বোনদের।

মেধা ভিত্তিক নিয়োগের দাবির মধ্যে কেউ যেন এমন অপ্রয়োজনীয় কিছু না বলেন যাতে মনে হয় ‘মুক্তিযাদ্ধাদের’ ব্যাপারে কোনো অ্যালার্জি আছে।

পরিশেষে, আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কোটার ব্যাপারটা একটা যৌক্তিক জায়গায় নিয়ে আসবেন।


সর্বশেষ খবর