ঢাবি উপাচার্যের বাসভবন ভাঙচুর, তদন্ত কমিটি গঠন
স্টাফ রিপোর্টারঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে সংঘটিত হামলা, ভাংচুরের ঘটনা খতিয়ে দেখার জন্য পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার রাতে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
এই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক করা হয়। এতে অন্য সদস্যরা হলেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোসাম্মৎ নীলিমা আকতার, সিনেট ও সিন্ডিকেট সদস্য এস. এম. বাহালুল মজনুন, ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোয়াজ্জম হোসেন মোল্লাহ। কমিটি বর্ণিত ঘটনার ক্ষয়ক্ষতি নিরূপণ ও দোষীদের চিহ্নিত করে আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁদের প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।
সিন্ডিকেটের এই সভা কোটা সংস্কার সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে সরকারের গৃহীত পদক্ষেপের প্রতি সাড়া দিয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার জন্য আহ্বান জানায়।
সরকারি চাকরিতে চলমান কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গত রোববার রাতে ঢাবি উপাচার্য মো. আখতারুজ্জামানের বাসভবনে হামলা চালানো হয়।
এসময় তিনি ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তিনি বলেন, প্রাণনাশের উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়।
এদিকে, কোটা সংস্কার আন্দোলনের প্রতিনিধি দল সচিবালয়ে সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে। সরকারের আশ্বাসে আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিত করা হয়।