ফারমার্স ব্যংক একটা দুষ্টু ব্যাংক: অর্থমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ“ফারমার্স ব্যংক আসলে একটা দুষ্টু ব্যাংক” বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ (১০ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এই কথা বলেন অর্থমন্ত্রী।
ফারমার্স ব্যাংক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “ফারমার্স ব্যংক আসলে একটা দুষ্টু ব্যাংক। তবে এই ব্যাংকটির পতন হতে দিব না। এটিকে ঠিক করতে হবে। যদিও আমার সহকর্মীর অনেকেই সংসদে এই ব্যাংকটি নিয়ে কথা বলেছেন। তারপরও এই ব্যাংকটি ঠিক করতে হবে।”
শেয়ার বাজার প্রসঙ্গে আবুল মাল আবদুল মুহিত বলেন, “শেয়ার বাজারকে এখন আর কেউ ফটকা বাজার বলতে পারবে না। শেয়ার বাজার এখন ঠিক হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গত ৬ বছর ধরে শেয়ার বাজার নিয়ে সঠিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও শেয়ার বাজার ধসের কোনো আশঙ্কা নেই।”