সব

আরেকটি রৌপ্যপদক বাংলাদেশের

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 11th April 2018at 11:04 am
FILED AS: খেলা
120 Views

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের ২১তম আসরে ৫০ মিটার পিস্তলে রৌপ্য জিতলেন বাংলাদেশের শাকিল আহমেদ।

৫০ মিটার পিস্তলে ২২০.৫ স্কোরে রৌপ্য জিতিছেন ২৮ বছর বয়সী এই বাংলাদেশের শুর্টার। ব্রোঞ্জ জিতেন ভারতের ওঁম মিথারভাল। তিনি ২০১.১ স্কোর করেন। ২২৭.২ স্কোর করে স্বর্ণ জিতেন অস্ট্রেলিয়ার দানিয়েল রেপাকোলি।

এর আগে শুটিংয়ে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছেন আবদুল্লাহ হেল বাকি। ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য জিতেছেন তিনি। এবার পিস্তলে বাংলাদেশের হয়ে দ্বিতীয় রৌপ্য এলো শাকিলের হাত ধরে।

বাংলাদেশের হয় ছেলেদের ইভেন্টের মত মেয়েদের ইভেন্টে কোনো পদক না আসলেও ভালো করছেন তারাও। ১০ মিটার এয়ার পিস্তলে চতুর্থ হয়েছেন উম্মে সুলতানা। আর মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণীতে ব্যক্তিগত রেকর্ড গড়ে ষষ্ঠ হয়েছেন মাবিয়া সিমান্ত।


সর্বশেষ খবর