সব

ব্রাজিলের জেল ভেঙে পালানোর সময় নিহত ২০

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 11th April 2018at 11:30 am
134 Views

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার উত্তরাঞ্চলীয় বেলেম শহরের সান্টা ইজাবেল প্রিজন কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

সশস্ত্র বাহিনীর সদস্যরা কারাগারের বাইরের একটি প্রাচীর ভাঙার জন্য বোমা বিস্ফোরণ করলে ঘটনাস্থলেই কারারক্ষী, বন্দি এবং বাইরে অবস্থানরত সশস্ত্র সদস্যরা নিহত হন।

এতে আহত হন আরো ৪ রক্ষী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জেলের নিরাপত্তা কর্তৃপক্ষ জানান, তাদের সদস্যরা জেল ভাঙার ঘটনা টের পেয়ে কারাগারটি ভেতর ও বাইরে উভয় দিক থেকেই ঘিরে ফেলেছিলো।

তবে এরমধ্যে কোন বন্দি পালিয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান তারা। এর আগে দেশটির মানাউস শহরের একটি কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়ার ঘটনায় ৫৬ জন নিহত হয়েছিলো।


সর্বশেষ খবর