সব

প্রথমবারের মত উওরায় কোটা বিরোধী আন্দোলন

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 11th April 2018at 12:00 pm
155 Views

মোঃ শাহজালাল জুয়েলঃ সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে বুধবার প্রথমবারের মত অবস্থান কর্মসূচি পালন করেছেন বি.জি.এম.ই.এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আন্দোলনকারীরা উত্তরা হাউজবিল্ডিং এর ক্যম্পাসের সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন এবং কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় আন্দোলনকারীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই’, ‘পিতা তুমি ফিরে এসো, বৈষম্য দূর করো’ সহ নানা স্লোগান দেন।

আন্দোলনকারীদের মধ্যে নতুন করে একটি স্লোগান যোগ হয়েছেন- “ম”তে মতিয়া,তু রাজাকার তুই রাজাকার ও আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই।

আন্দোলনকারীরা স্লোগান দিতে দিতে মেইন রাস্তার দিকে যেতে চাইলে তাতক্ষনিক ভাবে ছুটে আসা অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উওরা জোন শাহেন শাহ্‌ মাহামুদ ও উত্তরা পশ্চিম থানার পুলিশ সদস্যরা তাদের বাধা দেয়, পুলিশি বাধার মুখে আন্দোলনকারীরা রাস্তায় বস আবারও স্লোগান দিতে থাকে।

আন্দোলনকারী শিক্ষার্থী রাহাত ইসলাম বলেন, ‘যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কারের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না আসছে বা প্রজ্ঞাপন জারি না হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব এবং মতিয়া চৌধুরী বক্তব্যের তিব্র সমলচনা করে বলেন দেশের সকল সাধারন মানুষ ও শিক্ষার্থীদের তিনি রাজাকার বলেছেন তাই তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

এ সময় উত্তরা জনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উওরা জোন শাহেন শাহ্‌ মাহামুদ ছাত্রছাত্রীদের বিভিন্য ভাবে বোঝানোর চেষ্টা করে তিনি সকল শিক্ষার্থীর আগামী মে মাসের ৭ তারিখ পর্যন্ত সকল ধরনের আন্দোলন থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।

প্রসঙ্গত, উত্তরা আজমপুর থেকে হাউজবিল্ডিং পর্যন্ত বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং খুবই সতর্ক অবস্থানে রয়েছে।


সর্বশেষ খবর