ওয়েবসাইট হ্যাক করে কোটা সংস্কারের দাবি
আমারবাংলা ডেস্কঃ সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি ওয়েবসাইট হ্যাকারের কবলে পড়েছে।
তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দাবি করেছেন,‘বিদেশ থেকে পরিকল্পিতভাবে’ মঙ্গলবার রাতে এই সাইবার হামলা চালানো হয়।
ফেইসবুকে আসা বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, রাত সাড়ে ১০টার পরে কোনো এক সময় সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের ওয়েবসাইটের হোম পেইজ বদলে দেয় হ্যাকাররা। সেখানে বসিয়ে দেয় কোটা সংস্কার আন্দোলনের বার্তা।
রাতেই ওয়েবসাইটগুলো পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয় এবং বুধবার সকালের মধ্যে ওয়েবসাইটগুলো স্বাভাবিক অবস্থায় ফেরে।
খুলছিল না প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট খুলছিল না প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট ফেইসবুকে সাইবার হামলার পোস্ট দেখে মঙ্গলবার মধ্যরাতে যারা রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, কৃষি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দপ্তরের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছেন, তারা এরর মেসেজ দেখতে পেয়েছেন।