সব

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের পুনর্বাসনমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Wednesday 11th April 2018at 3:37 pm
116 Views

স্টাফ রিপোর্টারঃ মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসার আট মাস পর রোহিঙ্গাদের খোঁজখবর নিতে এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করতে কক্সবাজারের উখিয়ায় এসেছেন মিয়ানমারের সমাজকল্যাণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসনমন্ত্রী ড. উইন মায়াত আয়ে।

বুধবার সকাল ১০টায় একটি বিশেষ ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে তিনি প্রতিনিধিদলসহ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছে পরিদর্শন শুরু করেন।

সূত্রমতে, মিয়ানমার মন্ত্রী ক্যাম্পের বেশ কিছু এলাকা পরিদর্শন শেষে বর্তমানে কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলছেন।

এদিকে রোহিঙ্গা ইস্যু শুরুর পর থেকে প্রথমবারের মতো মিয়ানমার থেকে মন্ত্রী কিংবা প্রতিনিধিদল রোহিঙ্গাদের দুর্দশা দেখতে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এসেছেন।

গত ২৫ আগস্ট মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে সাত লাখের বেশি রোহিঙ্গা। রাখাইনে তাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ।

প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য আট হাজার ৩২ জনের একটি তালিকাও দেয়া হয়েছিল মিয়ানমারকে। ওই তালিকা যাচাই-বাছাই করে ৩৭৪ জনকে রাখাইনের বাসিন্দা হিসেবে চিহ্নিত করার কথা জানিয়ে মিয়ানমার কর্তৃপক্ষ বলেছে, যে কোনো সময় তাদের ফিরিয়ে নিতে প্রস্তুত তারা।


সর্বশেষ খবর