সব

সুমনের- বঁধুয়া আসছে পহেলা বৈশাখে

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 10th March 2016at 7:53 pm
41 Views

3

বিনোদন ডেস্ক: আধুনিক সঙ্গীতে পরিচিত মুখ। সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এফ এ সুমন। ভিতর কান্দে, জাদুরে, মন মুনিয়া, দরদিয়া, ঘুম পাড়ানি বন্ধু, জানরে তুই, জানেরে খোদা জানে, রঙ্গিলা রে, বন্ধুরে তোর বুকের ভিতর সহ বেশকিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।

ঈদ, নতুন বছর, ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখ সহ সকল আয়োজনে তিনি শ্রোতাদের কথা মাথায় রেখে উপহার দিয়ে থাকেন নতুন নতুন গান।
তারই ধারাবাহিকতায় পহেলা বৈশাখে বাজার আসছে তার নতুন ডুয়েট অ্যালবাম। মাসুদ আহমেদের কথায় ‘বঁধুয়া’ শিরোনামের অ্যালবামটিতে গান রয়েছে ৬টি।
সবগুলো গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন এফ এ সুমন নিজেই। ইতিমধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে।
অ্যালবাম প্রসঙ্গে এফ এ সুমন বলেন, ‘শ্রোতারা আমার কাছ থেকে যে ধরনের গান শুনতে পছন্দ করে তেমন গানই করেছি। আশা করি ‘বঁধুয়া’ অ্যালবামের গানগুলো শ্রোতারা আগের মতই গ্রহণ করবে।’
বর্তমানে তিনি ব্যস্ত আছেন বেশ কিছু নতুন ছবির সংগীত পরিচালনা, লাইভ কনসার্ট ও পরবর্তী অ্যালবামের কাজ নিয়ে ।


সর্বশেষ খবর