সব

নরসিংদীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের প্রোগ্রাম

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Friday 11th March 2016at 3:09 pm
48 Views

IMG_20160310_173900 copy

নরসিংদী থেকে মোঃ জাহিদঃ ১০ মার্চ বৃহস্পতিবার নরসিংদীর পলাশ উপজেলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সম্মেলন ২০১৬ অনুস্তিত হয়।থানা কার্যালয় ঘোড়াশাল, স্টেশন রোডে তারা তাঁদের কর্ম সূচীটি সম্পন্ন করেন। এতে ইসলামী ছাত্র আন্দোলনের প্রধান অতিথিঃ ছাত্রনেতা আরিফ বিন মেহের উদ্দিন নরসিংদী জেলা শাখার সভাপতি বক্তৃতা রাখেন এ সময় তিনি ইসলামী আন্দোলনের কর্মীদের কর্ম তৎপরতা বাড়াতে এবং তাঁদেরকে ইসলামী দাওয়াত বাড়ানোর আহ্বান জানান। মানুষের মাজে ইসলাম কে সঠিক ভাবে তূলে ধড়তে উৎসাহিত করেন। আরও বক্তৃতা রাখেন মাও. আলমগির হোসেন, ছাত্র ও যুব বিষয় সম্পাদপক ইসলামী আন্দোলন বাংলাদেশ, নরসিংদী জেলা শাখা , মুহা. মোবারক হোসেন সাধারন সম্পাদক ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, পলাশ, উপজেলা শাখা । দেশ ও জাতির কল্যাণ এর জন্য দোয়ার মাধ্যমে প্রোগ্রাম সমাপ্ত হয়।


সর্বশেষ খবর