সৌদি বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা
AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 12th April 2018at 11:58 am
FILED AS: আন্তর্জাতিক
131 Views
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের আসির প্রদেশে আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেন। দেশটির বিমানবাহিনী ড্রোনের সাহায্যে সৌদির ওই বিমানবন্দরের পাশাপাশি জিযান প্রদেশের একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে।
দুই বছর আগে ইয়েমেনের সশস্ত্র সংগঠন আনসারুল্লাহ নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ড্রোন কাসেফ-১ উদ্বোধন করে বলেছিল, ড্রোনটির সক্ষমতা বাড়িয়ে এমন পর্যায়ে নিতে হবে যাতে তা দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। ওই ড্রোনটি বর্তমানে ৩০ কেজি বিস্ফোরক বহন করতে পারে বলে জানানো হয়েছে।
এ ড্রোনের মাধ্যমেই সৌদির গুরুত্বপূর্ণ স্থাপনা দুটিতে হামলা চালায় ইয়েমেন। খবর আল-আলম টিভির।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার মিত্রবাহিনী। তাদের হামলায় এ পর্যন্ত হাজার হাজার মানুষ হতাহত হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনী নানাভাবে চলমান সৌদি আগ্রাসনের জবাব দিচ্ছে।