সব

কমনওয়েলথ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী

AUTHOR: Primenews24bd Desk
POSTED: Thursday 12th April 2018at 8:32 pm
121 Views

স্টাফ রিপোর্টারঃ পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, আগামী ১৯ ও ২০ এপ্রিল লন্ডনে কমনওয়েলথ সম্মেলনে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রীর সৌদি আরব ও লন্ডন সফরের বিষয়ে জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ১৯ ও ২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহমুদ আলী আরও বলেন, মূল সম্মেলন ছাড়াও একাধিক পার্শ্ব বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে তিস্তা নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে সরাসরি কোনো উত্তর দেননি পররাষ্ট্রমন্ত্রী।

লন্ডন সফরের আগে ১৫ এপ্রিল সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদের আমন্ত্রণে ১৬ এপ্রিল গালফ শিল্ড যৌথ সামরিক মহড়ার সমাপনী অুনষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখান থেকে লন্ডন যাবেন প্রধানমন্ত্রী।


সর্বশেষ খবর